ট্রাউজারের পকেটে ১০৪টি জীবিত সাপ। সাপগুলো চীনে পাচারের চেষ্টা করেছিলেন ট্রাউজার পরিহিত যুবক। তিনি ভেবেছিলেন, অভিনব কায়দায় বেশ সহজেই তার কার্জ কার্য সিদ্ধি হবে। কিন্তু বিধি বাম! পাচারচেষ্টার সময় চীনের বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করে ফেলেন। খবর সিএনএনের।
মঙ্গলবার চীনের কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ওই যুবক হংকং থেকে শেনজেন সীমান্ত দিয়ে চীনের মূল ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিলেন। আটককৃত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ না করে উদ্ধার করা সাপের ভিডিও প্রকাশ করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিশ্বে সাপ-পশুপাখি পাচারের অন্যতম বড় হাব হলো চীন। তবে সম্প্রতি এই অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে দেশটি।
চীনের বায়োসিকিউরিটি ও ডিজিজ কন্ট্রোলের আইন অনুযায়ী, দেশজ নয় এমন কোনো পশুপাখি কেউ আনতে পারবেন না। কেউ এই আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।